এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল নিয়ন্ত্রিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা

Published on: May 11, 2021 । 9:06 PM

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল: ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি তথা ওই পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি দিলীপ মাজি সহ আরও ২৯ জন সদস্য। আজ ১১ মে তাঁরা ওই অনাস্থা প্রস্তাব ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়ের কাছে জমাও দিয়েছেন। মহকুমা শাসক বলেন, অনাস্থা প্রস্তাবটি জমা পড়েছে। পঞ্চায়েত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ওই পঞ্চায়েত সমিতির মোট আসন ৩৫টি। ২০১৮ সালের নির্বাচনে তৃণমূল সবকটিতে জয়লাভ করে। আজ ওই ৩৫ জনের মধ্যে ৩০জন সদস্য রুপা মান্নার বিরুদ্ধে অনাস্থা আনে। ওই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের ওই ৩০ জন সদস্য মহকুমা শাসককে জানিয়েছেন, রুপা মান্না নিয়মিত পঞ্চায়েত সমিতিতে যান না। তাই পঞ্চায়েত সমিতির কাজ পরিচালনা করতে সমস্যা হচ্ছে। সেজন্যই তাঁরা সভাপতিকে অপসারণ করতে চান।
তৃণমূলের সদস্যরা অফিসিয়ালি ওই কথা বললেও আভ্যন্তরিন কারণ অন্য। রুপা মান্নার স্বামী রামপদ মান্না ঘাটালের সাংসদ দীপক অধিকারীর (দেব) সরকারি প্রতিনিধি। তৃণমূলের নেতাদের অভিযোগ, ঘাটাল বিধানসভার তৃণমূলের প্রার্থী শঙ্কর দোলইকে হারানোর ব্যাপারে নাকি রামবাবুর ভূমিকা রয়েছে। রামবাবু দলে থেকে ‘গদ্দারি’ করেছেন। সেজন্যই তাঁর স্ত্রীকে ওই পদ থেকে সরানো হল। যদিও রামবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কখনই দল বিরোধী কাজ করিনি।
•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad