ঘাটাল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: যথাযথ মর্যাদায় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল। বুধবার ২১ ফেব্রুয়ারি কলেজের বাংলা, ইংরেজি, সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগ এবং কালচারাল কমিটির উদ্যোগে মাতৃভাষা দিবসটি পালিত হয়। কলেজের অধ্যক্ষ ড. মন্টু কুমার দাস বলেন, কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা সকাল ১০টায় প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। তারপর কলেজ প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের মূর্তি এবং শহিদ স্মারকে মাল্যদান করার পর শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় কলেজের অধ্যাপক-অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ভাষা দিবস উপলক্ষে কলেজের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।