এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের হরিরামপুরে মহিলাকে ধাক্কা দিয়ে পালাল চালক

Published on: October 21, 2019 । 2:23 PM

ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার হরিরামপুরে এক বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে আজ সোমবার দুপুর প্রায় ১টা নাগাদ এক বাইক চালক এনফিল্ড বাইকনিয়ে ঘাটালের দিকে আসার সময় হরিরামপুরে এক মহিলা সাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহিলা লুটিয়ে পড়েন। তাঁর মাথায় যথেষ্ট আঘাত লেগেছে। বাইক চালক পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায়।

আহত ওই মহিলার নাম কল্পনা মণ্ডল(৩৬)। ওই এলাকাতেই বাড়ি। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা স্থলে দাসপুর পুলিস পৌঁছে বাইকটি থানায় নিয়ে গেছে। পলাতক ওই চালকের খোঁজ চলছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭