রাজ্যের তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করতে রাজ্যজুড়ে ঘোষণা হয়েছে খেলাশ্রী প্রকল্পের। এবার সেই খেলাশ্রী প্রকল্পের অধীন দাসপুর ১ ব্লক এলাকার শতাধিক ক্লাবের হাতে উঠল খেলার সামগ্রী। মঙ্গলবার দাসপুর ১ সমষ্টি উন্নয়ন অফিস থেকে দাসপুর ১ এর বিডিও বিকাশ নস্কর,দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা,দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক ও দাসপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার পাত্রের উপস্থিতিতে এলাকার ক্লাবগুলির জন্য খেলার সামগ্রী স্বরূপ ক্লাবগুলির সদস্যদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক জানান,দাসপুর ১ ব্লক এলাকার মোট ১৫৪টি ক্লাবের জন্য এই ফুটবল তুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন,রাজ্য সরকার রাজ্যের নতুন প্রজন্মের জন্য শুধু পড়াশুনা নয় খেলার জন্য সুব্যবস্থা স্বরূপ এই খেলাশ্রী প্রকল্পের সূচনা করেছে।
উল্লেখ্য ২০১৭ সালে বাংলার সরকার খেলাশ্রী প্রকল্প চালু করেন । মূল লক্ষ্য ছিল রাজ্যের যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রসার। এই প্রকল্পের মাধ্যমে, রাজ্যের স্কুল, কলেজ ও ক্লাবগুলিতে প্রত্যেককে পাঁচটি করে ফুটবল দেওয়া হয়।এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করলেন দাসপুর ১ ব্লকের রাজনগর জীবন মৃত্যু ক্লাবের সম্পাদক স্বপন দিয়ান। তিনি বলেন,রাজ্যের বর্তমান সরকার বর্তমান প্রজন্মকে খেলাধূলায় উৎসাহিত করছে এই প্রক্লপের মাধ্যমে,যা সত্যিই প্রশংসনীয়।
অন্যদিকে দাসপুরের সুজানগরে সুজানগর যুব সংঘের সম্পাদক দুলাল দাস বলেন,আর্থিক অনটনে এলাকার ক্লাবগুলি সমাজ সেবামূলক কাজ প্রায় বন্ধ করে দিয়েছিল। বর্তমানে নানান প্রকল্পে অনুদান পেয়ে ক্লাবগুলি ক্রমশ খেলার পরিবেশ ফিরে পাচ্ছে পাশাপাশি গ্রামের মানুষের সেবায় ক্লাবের ছেলেরা এগিয়ে আসছে।