এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা হল

Published on: August 30, 2019 । 9:39 PM

রবীন্দ্র কর্মকার: নিশ্চিন্দিপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীবর্ষে অনুষ্ঠিত হল আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট। অংশগ্রহণকারী চারটি বিদ্যালয় হল গুরুদাস উচ্চ বিদ্যালয়, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়, ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ এবং নিশ্চিন্দিপুর হাইস্কুল। ২৯ আগস্ট সেমিফাইনাল খেলা দুটি হয়। আজ ৩০ আগস্ট ফাইনাল খেলায় ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যাপীঠ ৩-০ গোলে নিশ্চিন্দিপুর হাস্কুল কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে রাকেশ মালিক ২টি ও সৌমেন বেরা ১টি গোল করে। চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ। বিজিত স্কুলের টিমের হাতে ট্রফি তুলে দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রণজিৎ বেরা। ম্যান অব দ্য ম্যাচ রাকেশ মালিকের হাতে ট্রফি তুলে দেন পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপন মালিক। ওই বিদ্যালয়ের পক্ষ থেকে এরকম নানান অনুষ্ঠান বর্ষব্যাপী আয়োজন করা হয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now