এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

সাত সকালেই ভয়াবহ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল ঘাটালের এক কাঠমিল

Published on: August 4, 2019 । 8:13 AM

সাত সকালেই ঘাটাল থানার খড়ার গোবিন্দপুর জোড়া পোলের কাছে এক কাঠ মিল বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল। স্থানীয়দের ধারনা শনিবার ভোররাতেই সম্ভবত মিলটিতে আগুন লেগেছিল। রবিবার সকালে আগুন দেখে দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে।

কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত মিলের অধিকাংশ কাঠ,মেশিন। কাঠমালিক সুনীল জানা জানান কী কারণে আগুন লাগলো তিনি বুঝতে পারছেন না। এই আগুনে তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হল। দমকলের অফিসাররা আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখছেন। ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে কেউ বা কারা এই আগুন লাগিয়েছে কিনা তাও ক্ষতিয়ে দেখবে দমকল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now