শ্রীকান্ত ভুঁইয়া ও ইন্দ্রজিৎ মিশ্র: দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায় ভর সন্ধ্যাবেলা গৃহস্থের বাড়িতে অগ্নিকাণ্ড(fire) ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
পাঁচবেড়িয়া(Panchberia)গ্ৰাম পঞ্চায়েতের উত্তর গোবিন্দনগরের তপন পাত্র ও নমিতা পাত্রের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে(Fire brigade)। প্রদীপের আগুন থেকেই কোনওভাবে আগুন লেগে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল বাহিনীর। এই অগ্নিকাণ্ডের ফলে বাড়িটির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়।