এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

উনুনের আগুন থেকে পুড়ল বাড়ি

Published on: April 24, 2023 । 2:30 PM

গৌতম দোলই:রান্না করার উনুনের আগুন থেকে ভস্মীভূত বাড়ি। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার মহারাজপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই গ্রামের অসিত সাঁতরার বাড়িতে উনুনে রান্না হচ্ছিল। সেই সময় হঠাৎ করে ঝড়ও উঠে। উনুনের সেই আগুন থেকে ওই পরিবারের বাসস্থানে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত দেন। পরে ঘাটাল মহকুমা অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা কেন্দ্রীর কর্মীরা  ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু ততক্ষণে বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]