নিজস্ব সংবাদদাতা: রক্ষকই যখন ভক্ষক! নিজের সাত বছরের মেয়েকে ধর্ষণ করল বাবা। তাও আবার সেক্স বর্ধক ওষুধ খেয়ে। একমই ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার হরিদাসপুরে। তবে এই ঘটনা জানাজানি হওয়ার পর ছেড়ে কথা বলেননি ধর্ষিতার মা। তিনিও সাহসের সঙ্গে স্বামীর বিরুদ্ধে এফআইআর করলেন। ঘাটাল আদালতের সরকার পক্ষের আইনজীবী দিলীপ দাস বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছে ধর্ষকবাবা।
ওই ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে মেয়েরা কার কাছে নিরাপদ? ঘটনার বিবরণে জানা যায়, ১ অক্টোবর রাতে নিজের বাড়িতে স্ত্রী যখন ঘুমিয়ে পড়ে তখন ওই কীর্তিমান বাবা মেয়ের প্রতি ওই ভাবে নির্যাতন শুরু করে। বাবার অত্যাচার আর মারধরের ভয়ে মেয়ে প্রথমে বিষয়টি কাউকে বলেনি। কিন্তু যৌনাঙ্গে ব্যথা হতে বিষয়টি জানাজানি হয়। ৩ অক্টোবর ঘাটাল থানায় মেয়ের মা অভিযোগ করেন। ওই দিনই বাবাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জেরার মুখে পুলিশের কাছে স্বীকার করেছে, উত্তেজক বর্ধক ওষুধ খেয়ে নিজেকে সামলাতে না পেরে এই কাজ করেছে।•ছবিটি প্রতীকী.
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।







