একে গ্রহন দুইয়ে বুলবুলের জেরে ঘাটাল মহকুমা জুড়ে আলু চাষে দেরি আর তাল মিলিয়ে তিনে ২৬ ডিসেম্বর সকাল থেকেই মেঘলা আবহাওয়া আর আশঙ্কাকে সত্যি করে বৃষ্টি। মাথায় হাত ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার আলু চাষিদের।
মেঘলা আকাশ দেখে দাসপুর ১ ব্লকের সড়বেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীরামপুরের কৃষক গোষ্ঠবিহারী মূলা অতিরিক্ত খরচ দিয়ে লোক লাগিয়ে কয়েক বিঘা জমিতে আলু লাগানোর কাজ শেষ করতে চেয়েছিলেন আজই,কিন্তু তাতেও প্রকৃতি বাধ সেধেছে। এমনিতেই গতমাসে বুলবুলের দাপটে ধানে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন ঘাটাল দাসপুরের কৃষকরা,ধান জমির জল না শুকোনোয় পাকা ধান কাটতে দেরি। অনেকের আবার এখনও ধান কাটাও হয়নি। তারই মাঝে আলুর বীজ লাগানোর জমি তৈরি। সব মিলিয়ে নাজেহাল ঘাটালের কৃষকরা। ধানের পর আলু চাষ নিয়েও এবার কপালে চিন্তার ভাঁজ আলু চাষিদের।
ধানের পর এবার আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কায় ঘাটালের কৃষকরা
By সৌমেন মিশ্র
Published on: December 26, 2019 । 8:09 PM







