এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রুটি বেলা প্রতিযোগিতা: ২ মিনিটে কে কটি রুটি বেলতে পারলেন?

Published on: January 25, 2020 । 3:00 PM

তৃৃপ্তি পাল কর্মকার:মহিলাদের নিয়ে অভিনব প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম রুটি বেলা

প্রতিযোগিতা। ২ মিনিটে কে কটি রুটি তৈরি করতে পারবেন সেই দক্ষতা জানার উদ্দেশ্যেই নতুন স্বাদের প্রতিযোগিতার আয়োজন করল ঘাটাল মহকুমার রামজীবনপুর পুরসভা। ওই পুরসভায় ছাত্র ও যুব উৎসব চলছিল। সেখানেই ২৩ জানুয়ারি রুটি বেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পৌরসভা সূত্রে জানানো হয়েছে, প্রতিযোগিতার বিষয় আগেভাগেই জানানো হয়েছিল। বলে দেওয়া ছিল, প্রতিযোগিদের বাড়ি থেকে আটা বা ময়দা মণ্ড করে আনতে হবে। সেই সঙ্গে রুটি বেলার সামগ্রীও আনতে হবে। সেই মতো অনুষ্ঠানের দিন সব কিছু নিয়ে  প্রতিযোগীরা প্রতিযোগিতার স্থলে হাজির হন। সবাইকে সারিবদ্ধভাবে বসিয়ে দিয়ে তাঁদের হাতে একটি রুটির ব্যাসের মাপকাঠি ধরিয়ে দেওয়া হয়। যাতে কম পক্ষে সেই মাপেরই প্রত্যেকে রুটি তৈরি করেন। আর বেলা রুটিটি মোটামুটি ভাবে গোল হতে হবে। ওই নিয়মাবলিকে মাথায় রেখেই হুইসেল বাজার সঙ্গে সঙ্গে প্রতিযোগিরা রুটি বেলতে শুরু করেন। পুরসভার চেয়ারম্যান নির্মল চৌধুরী বলেন, মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীর সংখ্যা ছিল  শতাধিক।  প্রতিযোগিতায় দু’মিনিটে ১১টি রুটি বেলে করে প্রথম স্থান দখল করেন অপর্ণা দত্ত। ৯টি রুটি বেলে দ্বিতীয় হন চায়না পোড়ে এবং ৮টি রুটি বেলে তৃতীয় স্থান দখল করেন রুমু দত্ত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now