স্বরূপ দোলই: সিপিএমের যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আইয়ের প্রতিষ্ঠা দিবসে ফুটবল টুর্নামেন্ট হল। আজ ৪
নভেম্বর দাসপুর-১ ব্লকের সংগঠনের কলোড়া লোকাল কমিটির উদ্যোগে ধর্মা স্কুল মাঠে চার দলীয় ওই খেলাটি হয়। ডি.ওয়াই.এফ.আই কলোড়া লোকাল কমিটির সম্পাদক কৌশিক চক্রবর্তী বলেন, প্রয়াত নেতা নরহরি দোলইয়ের স্মৃতিতে ওই টুর্নামেন্টে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করে পার্বতীপুর ও আড়খানা। টাইব্রেকারে আড়খানা জয়লাভ করে।
আজ খেলা শুরুর আগে মাঠে সংগঠনের পতাকা তোলা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক রঞ্জিত পাল,সভাপতি সুমিত অধিকারী, সিপিএমের কলোড়া এরিয়া কমিটির সম্পাদক গণেশ সামন্ত প্রমুখ। ফুটবল প্রতিযোগিতা দেখার জন্য মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো।