লেড ছেলা ও পেনসিল ডাস্ট দিয়ে দুর্গা মূর্তি তৈরি করলেন দাসপুরের দুই বোন

•ডান দিকের উপরের ছবিটি ঋতুপর্ণার এবং ডান দিকের নীচের ছবিটি সপ্তপর্ণার।

তৃপ্তি পাল কর্মকার: কোনও রকম রঙ বা তুলি ব্যবহার না করেই শুধুমাত্র লেড পেনসিল ছেলা (শেভিং ডেবরিজ), রঙ পেনসিল ছেলা, লেড পেনসিলের ভেঙে যাওয়া গ্রাফাইট ব্যবহার করে এই দুর্গা মূর্তিটি তৈরি করলেন দাসপুর ডিহিবলিহারপুরের দুই বোন ঋতুপর্ণা ঘটক এবং সপ্তপর্ণা ঘটক। ঋতুপর্ণা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করছেন। সপ্তপর্ণা স্নাতকস্তরে পড়াশোনা করেন। দুই বোনই অবসরে বরাবর নানা রকম শিল্পচর্চা করেন। ঋতুপর্ণা বলেন, পঞ্চমীর দিন হঠাৎ ইচ্ছে গেল লেডের ফেলে দেওয়া অংশগুলো দিয়ে কিছু করি। যেই ভাবা সেই কাজ। দু’বোনে টানা এক দিনের চেষ্টায় এই মূর্তিটি তৈরি করেছেন তাঁরা। মূর্তির চোখ বা গায়ের রঙও ওই লেডের আবর্জনা দিয়ে তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়নি কোনও তুলিও। আবর্জনার বাইরে দুর্গার মুকুটে শুধুমাত্র চারটি বল ব্যবহার করা হয়েছে বলে তারা জানিয়েছেন। •ফেসবুকের পোস্ট…
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!