তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করুন

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’: পশ্চিমবঙ্গ সরকার শিশু কিশোর আকাদেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ  ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখে রাজ্যের সব মহকুমায় বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করছে। ওই কর্মসূচি অনুযায়ী ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরও ওই দিন দুপুর ১টায় ঘাটাল রবীন্দ্বশতবার্ষিকী মহাবিদ্যালয়ে অঙ্কন প্রতিযোগিতা করছে। ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস পোড়ে বলেন,  শিশু কিশোদের মধ্যে স্বাধীনতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু কিশোর আকাদেমির উদ্যোগে এবং ঘাটাল মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আগামী ১১ সেপ্টেম্বর ২০২২ বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার নিয়মগুলি নীচে দেওয়া হল[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]।
• প্রতিযোগিতার দিন ১১ সেপ্টেম্বর ২০২২। সময় দুপুর ১ টা। স্থান: ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। •মোট দু’টি বিভাগে প্রতিযোগিতাগুলি হবে। ‘ক’ বিভাগ: ১ সেপ্টেম্বর ২০২২ অনু্যায়ী  ৫ বছর  থেকে ১০+ বছর। ‘খ’ বিভাগ: ১ সেপ্টেম্বর ২০২২ অনু্যায়ী  ১১ বছর থেকে ১৬+ বছর।  ঘাটাল মহকুমার বাসিন্দা এবং ঘাটাল মহকুমায় অবস্থিত বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। •দুটি বিভাগেই প্রতিযোগিতা শুরুর পূর্ব মুহুর্তে বিচারকরা আঁকার বিষয় জানাবেন। কোনও অবস্থাতেই আঁকার বিষয়বস্তু আগে জানানোযাবে না। আকাদেমি থেকে নির্দিষ্ট বিষয় প্রতিযোগিতার পূর্বে জানানো হবে। •প্রতিযোগীরা যে কোনও মাধ্যমে ছবি আঁকতে পারবে। আঁকার সরঞ্জাম প্রতিযোগীদের আনতে হবে। আঁকার কাগজ (১৪ X১১ ইঞ্চি ) আয়োজকদের পক্ষ থেকে সরবরাহ করা হবে। যেদিকে ছবি আঁকা হবে তার উলটোদিকে সংশ্লিষ্ট দপ্তরের সিল থাকবে। এবং প্রতিযোগীর নাম ,ফোন, বিদ্যালয়, শ্রেণি লিখতে হবে। •আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা বা ঘাটাল মহকুমা আধিকারিক দুজন বিচারকের নাম চূড়ান্ত করবেন। •প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার দেওয়া হবে। সেইসঙ্গে প্রত্যেক অংশগ্রহণকারীকে শংসাপত্র দেওয়া হবে। •ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ০৯সেপ্টেম্বর ২০২২। •ফর্ম নেওয়া ও জমা দেওয়ার স্থান ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর। কুশপাতা , ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। অফিসের লোকেশন ম্যাপ:👉 https://goo.gl/maps/ddHGUaLkPB1KbNmV7

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।