তৃপ্তি পাল কর্মকার: অভিনব উদ্যোগ চন্দ্রকোণার জিরাট হাইস্কুলে। সরস্বতী পুজোর প্রাক্কালে চন্দ্রকোণা জিরাট
উচ্চ বিদ্যালয় আল্পনা প্রতিযোগিতার আয়োজন করল। আজ ২৩ জানুয়ারি স্কুল চত্ত্বর আলপনা দিয়ে সাজিয়ে তুলতে হবে এই থিম মাথায় রেখে মোট ১৫ টি গ্রুপে ৪০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আল্পনা প্রতিযোগিতা ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে চরম উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। আজকের প্রতিযোগিতা নিয়ে ওই স্কুলের টিআইসি অরিন্দম মণ্ডল বলেন, পড়ুয়াদের মধ্যে দারুণ সারা পাওয়া গিয়েছে।