তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: শেষ বয়সে জীবনের সঞ্চিত অর্থ দুটি স্কুলকে দান করলেন চন্দ্রকোণার এই কৃষক দম্পতি। দম্পতির নাম রাখহরি ঘোষ ও ছবিরাণী ঘোষ। চন্দ্রকোণার পরমানন্দপুর গ্রামে বাড়ি। রাখহরিবাবু মূলত কৃষিজীবী। কিন্তু পড়াশোনার প্রতি তাঁর ভীষণ আগ্রহ। পরিবারের প্রত্যেককেই পড়াশোনা করিয়েছেন। নিজেও সময় পেলেই পড়াশোনা করেন। প্রবীণ এই মানুষটির বহুদিনের ইচ্ছে ছিল, চাষ করে উপার্জন করা নিজের অর্থ থেকে দান করবেন শিক্ষা প্রতিষ্ঠানে। আর সেই লক্ষ্যেই দু’টি স্কুলকে বেছে নেন তিনি। একটি তাঁর গ্রামের পাশের স্কুল মৌলা হাইস্কুল। সেই স্কুলে ৫০ হাজার টাকা দান করেন তিনি। অন্যদিকে ওই পঞ্চায়েত এলাকারই লক্ষীপুর হাইস্কুলে দান করেন ৫০ হাজার টাকা।
যে লক্ষ্মীপুর হাইস্কুলেই এক সময় পড়াশোনা করে বড় হয়েছেন তিনি, এই অর্থ পেয়ে খুশি সেই স্কুল কর্তৃপক্ষ। স্কুলের উন্নয়নের বিভিন্ন কাজে লাগাতে পারবেন তাঁরা। রাখহরিবাবু বলেন, বার্ধক্যে পৌঁছে গিয়েছি। বুঝেছি, শিক্ষা ছাড়া মানুষের উন্নতি হয় না। সমাজেরও উন্নতি হয় না। তাই ইচ্ছে ছিল আমি এবং আমার স্ত্রী দু’জনে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিজেদের উপার্জিত যৎসামান্য অর্থ দান করবো। সেই কাজ করতে পেরে খুশি।