এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দুটি স্কুলকে ১ লক্ষ টাকা দান করলেন চন্দ্রকোণার বৃদ্ধ দম্পতি

Published on: February 12, 2023 । 12:40 AM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: শেষ বয়সে জীবনের সঞ্চিত অর্থ দুটি স্কুলকে দান করলেন চন্দ্রকোণার এই কৃষক দম্পতি। দম্পতির নাম রাখহরি ঘোষ ও ছবিরাণী ঘোষ। চন্দ্রকোণার পরমানন্দপুর গ্রামে বাড়ি। রাখহরিবাবু মূলত কৃষিজীবী। কিন্তু পড়াশোনার প্রতি তাঁর ভীষণ আগ্রহ। পরিবারের প্রত্যেককেই পড়াশোনা করিয়েছেন। নিজেও সময় পেলেই পড়াশোনা করেন। প্রবীণ এই মানুষটির বহুদিনের ইচ্ছে ছিল, চাষ করে উপার্জন করা নিজের অর্থ থেকে দান করবেন শিক্ষা প্রতিষ্ঠানে। আর সেই লক্ষ্যেই দু’টি স্কুলকে বেছে নেন তিনি। একটি তাঁর গ্রামের পাশের স্কুল মৌলা হাইস্কুল। সেই স্কুলে ৫০ হাজার টাকা দান করেন তিনি। অন্যদিকে ওই পঞ্চায়েত এলাকারই লক্ষীপুর হাইস্কুলে দান করেন ৫০ হাজার টাকা।

যে লক্ষ্মীপুর হাইস্কুলেই এক সময় পড়াশোনা করে বড় হয়েছেন তিনি, এই অর্থ পেয়ে খুশি সেই স্কুল কর্তৃপক্ষ। স্কুলের উন্নয়নের বিভিন্ন কাজে লাগাতে পারবেন তাঁরা। রাখহরিবাবু বলেন, বার্ধক্যে পৌঁছে গিয়েছি। বুঝেছি, শিক্ষা ছাড়া মানুষের উন্নতি হয় না। সমাজেরও উন্নতি হয় না। তাই ইচ্ছে ছিল আমি এবং আমার স্ত্রী দু’জনে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিজেদের উপার্জিত যৎসামান্য অর্থ দান করবো। সেই কাজ করতে পেরে খুশি।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা