নিজস্ব সংবাদদাতা: দাসপুর-২ ব্লকের গোপালপুরে বিনামূল্যে চশমা ও কম্বল বিতরণ অনুষ্ঠান হল। আজ ৩১ ডিসেম্বর ওই গ্রামের কালীতলায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য। দাসপুর-২ উত্তর মণ্ডলের সভাপতি প্রভাস রঞ্জন মাজী বলেন, গত ৬ ডিসেম্বর খাঞ্জাপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল, তাদের মধ্যে থেকেই ১৮০ জনকে আজ বিনামূল্যে চশমা দেওয়া হল। সেইসঙ্গে ৪৫ জন দুঃস্থদের শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, দাসপুরের বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠ ও সেবা সমিতির সহযোগিতায় এই চশমা ও কম্বলগুলি বিতরণ করা হয় বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়। ওই মঠের মহারাজ সুভাষ ত্রিপাঠী এবং বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য দুঃস্থদের হাতে চশমা ও কম্বলগুলি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ উত্তর মণ্ডলের সহ সম্পাদক অশোক বাইরি, শক্তি কেন্দ্রের প্রমুখ সুচাঁদ মাইতি ও হরেকৃষ্ণ গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন একইসঙ্গে একটি পথসভাও করা হয়।