স্থানীয় সংবাদ, ঘাটাল: ধান ব্যবসা করতেন ঘাটাল থানার সিংহডাঙার বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে অমল। গত কাল ১৮ জুন বিষক্রিয়া মারা যান। আজ সকালে অমলবাবুর বাড়িতে তাঁর মৃতদেহ এলে বেশ কয়েকশ পাওনাদার মৃতদেহ দাহ করতে বাধা দেন। তাঁদের অভিযোগ, অমলবাবু বিগত কয়েক মাস ধরে কয়েকশ চাষির কাছ থেকে প্রায় কোটিটাকার ধান কিনেছিলেন। কিন্তু চাষিদেরকে সেই টাকা দেননি। টাকা দিতে না পারার ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সেজন্যই আজ ১৯ জুন মৃতদেহকে আটকে রেখে তাঁরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক পুলিস বাহিনীনিয়ে ঘটনাস্থলে যান। তিনি মিল মালিকে থানায় ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে পাওনাদারেরা ফিরে যান। পুলিস জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে। সমস্ত পাওনাদারদের সঙ্গে কথা বলা হচ্ছে।
Home এই মুহূর্তে ব্রেকিং ঘাটালে ধান ব্যবসায়ীর বিষক্রিয়ায় মৃত্যু, পাওনাদাররা মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখালেন