সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের বকুলতলায় ৭০ ঊর্ধ্ব আজাদ আলির হাতের চা খেয়ে মোহিত দেব। মাটির ভাঁড়ে পর পর দুবার চা নিয়ে সারা দিনের ক্লান্তি কাটিয়ে শুক্রবারের সন্ধ্যেতে যেন মেজাজ ফিরে পেলেন এবার ২০২৪ এ তৃতীয় বারের তৃণমূলের প্রার্থী তথা অভিনেতা দেব। দিনের শেষে এমন চা পেয়ে ওই চা বিক্রেতা কে ৫০০ টাকা দিলেন দেব। আলি সাহেবকে দেব জানালেন আবার আসবো আপনার চা বেশ হয়েছে। আজ শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে দাসপুরের বলুকতলায় হঠাৎই দেব এর কনভয় এসে থামে। রাস্তার পাশেই এই আজাদ আলির দীর্ঘ ৩০ বছরের চা দোকান। সেই দোকানের চেয়ার টেনে বসে চা চেয়ে বসেন দেব। রাজনীতির কাদা ছোড়াছুড়ি থেকে অনেক দূরে থাকেন টলিপাড়ার ১ নম্বর অভিনেতা এই দেব। বাংলার রাজনীতিতে সৌজন্য এর ঘাটাতি এই ঘাটালের দু দুবারের সাংসদ দীপক অধিকারী তথা দেবই যেন পূরণ করার দায়িত্ব নিয়েছেন। সেই দেবকে কাছে বসিয়ে চা পান করাতে পেরে ৭০ ঊর্ধ্ব এই আজাদ সাহেব বলা চলে যার পর নাই আপ্লুত। তিনি জানান এর আগে বাবুল সুপ্রিয় তাঁর দোকানে বসে চা পান করে গেছেন। তবে তিনিই ভাবতেই পারেননি এত বড় মাপের অভিনেতা দেব তাঁর এই ছোট্টো চায়ের দোকানে চা পান করতে আসবেন। তবে এদিন দেব এর এই চা চক্রে দীর্ঘ বেশ কয়ে মাস পরে দাসপুরের তৃণমূল নেতা কৌশিক কুলভীকে প্রকাশ্যে দেখা গেল।