এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বেশ কয়েকটি দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি

Published on: August 14, 2023 । 7:52 PM

 জগদীশ মণ্ডলআধিকারী, অতিথি সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’: আজ ১৪ আগস্ট অ্যাবেকার উদ্যোগে ঘাটাল মহকুমা শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশন  অফিসে স্মারকলিপি দিল। এদিন শতাধিক বিদ্যুৎ গ্রাহক ফিক্সড চার্জ, মিনিমাম চার্জ, ডিসকানেকশান-রিকানেকশন চার্জ ব্যাপক হারে বৃদ্ধির প্রতিবাদে  ডিভিশন অফিসে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ ডেপুটেশনে উপস্থিত ছিলেন   অ্যাবেকা রাজ্য সহ-সম্পাদক মধুসূদন মান্না, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দাস প্রমুখ। মধুসূদনবাবু বলেন, গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ ট‍্যারিফ অর্ডার ২০২৩-২০২৪এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ ডেপুটেশন। মিনিমাম চার্জ এবং ফিক্সড চার্জ ব্যাপক হারে বৃদ্ধি করেছে যা আগে ছিল না। বিদ্যুৎ দপ্তর ঘুরপথে গ্রাহকদের পকেট কাটার ষড়যন্ত্র করেছে যার ফলে গ্রাহকের বিদ্যুৎ বিল অতিরিক্ত এসেছে। এছাড়াও ডিসকানেকশন -রিকানেকশন চার্জ ১০০ টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে। প্রিপেড স্মার্ট মিটার বসানোর চক্রান্ত চলছে। যার ফলে কয়েক গুণ বিদ্যুৎ বিল বেশি আসবে। অসমের বিজেপি সরকার এই প্রিপেড স্মার্ট মিটার প্রথম চালু করেন। কিন্তু দেখা যায় গ্রাহকদের কয়েক গুণ বিদ্যুৎ বিল বেশি আসে। জনগণের ক্ষোভের কারণে প্রিপেড স্মার্ট মিটার বাতিল করতে বাধ্য হয়। তাই পশ্চিমবঙ্গে এই প্রিপেড স্মার্ট মিটার যাতে চালু না হয় প্রত‍্যেক বিদ‍্যুৎগ্রাহকদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিজন দুয়ারী বলেন, স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপি আমরা যথাস্থানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now