নিজস্ব সংবাদদাতা: ২৮রাতে শালবনী করোনা হাসপাতালে দাসপুর থানার হরেকৃ্ষ্ণপুরের এক স্টেশনারী দোকানের মালিকের মৃত্যু হল। ওই ব্যবসায়ীর বয়স ৫০। বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান কাজল সামন্ত বলেন, কয়েক দিন আগে ওই ব্যবসায়ীর প্রথমে জ্বর হয়। বাড়িতে চিকিৎসা করার পরই জ্বর ভালো হয়ে যায়। তারপর আবার কোমরের যন্ত্রণা ও শ্বাসকষ্ট হলে ২৭ তারিখে তাঁকে প্রথমে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওই দিনই মেদিনীপুর পাঠানো হয়। মেদিনীপুর থেকে শালবনীতে ভর্তি করা হয়। গতকাল রাতে তিনি শালবনী হাসপাতালে মারা যান। দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর বলেন, ২৮ জুলাই সকালে তাঁর লালা রস নেওয়া হয়েছিল। এখনও রিপোর্ট আসেনি। নেগেটিভ রিপোর্ট এলে মৃতের পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হবে। প্রতি মুহূর্তে ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










