নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মাঠে বাদাম জড়ো করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল চন্দ্রকোণার এক কৃষকের(Farmer)। আজ বৃহস্পতিবার চন্দ্রকোণা থানার বারিণ্যা গ্রামে ঘটনাটি ঘটেছে।মৃত কৃষকের নাম চঞ্চল দাস(৪৬)। বাড়ি ওই এলাকাতেই। মৃতের ভাই বাপন দাস জানান, আজ দুপুর নাগাদ বৃষ্টি সাথে বজ্রপাত শুরু হয়। আর সেইসময় দাদা বাড়ি থেকে দূরে মাঠে থাকা বাদাম জড়ো করতে গিয়েছিল। তখনই বজ্রপাত পড়ে জমিতেই পড়ে রয়ে যায় সে, ঘটনাস্থলেই মৃত্যু(death) হয় তাঁর। পরে জানাজানি হতে মাঠ থেকে তাঁকে উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে(Chandrakona rural hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসক(doctor) তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ রাখা হয়েছে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের মর্গে। খবর দেওয়া হয়েছে চন্দ্রকোণা থানায়(Chandrakona police station)। মৃতদেহ ময়নাতদন্তের(post mortem) জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে(Ghatal super speciality hospital) নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, সকালের পর থেকে চন্দ্রকোণা ও ঘাটাল এলাকায় ঘনকাল মেঘ ঘনিয়ে আসে আর কিছু পরেই শুরু হয় ঝড় এবং মুষলধারে বৃষ্টি। সাথে একনাগাড়ে মুহুর্মুহু বজ্রপাত। আর সেই বজ্রপাতই প্রাণ কাড়লো চন্দ্রকোণার ওই কৃষকের।