এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দীঘার সমুদ্রে স্নানে নেমে আর দাসপুরে নিজের বাড়িতে ফেরা হল না নির্মলের!

Published on: June 14, 2023 । 7:08 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: গৌরার গ্যারেজ মালিকের সাথে দীঘা বেড়াতে গিয়ে আর দাসপুর থানার চক চাঁইপাটের নিজের [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বাড়ি ফেরা হল না বছর ২২ এর বাপ হারা নির্মল মাজির। সমুদ্রের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল দাসপুরের ওই যুবকের‌।

 

নির্মলের বাড়ি দাসপুর থানার চকচাঁইপাটে হলেও ডিয়াল নহলা এলাকায় মামা বাড়িতেই সে মানুষ। যুবকের মামাবাড়ি সূত্রে জানা যাচ্ছে, নির্মল মোটর মেকানিকের কাজ করতেন। মাসখানেক আগে দাসপুরের গৌরায় একটি গ্যারেজে সে কাজে লাগে। ১১জুন রবিবার গ্যারেজ মালিকের পরিবারের সঙ্গে দীঘা ঘুরতে গিয়েছিল ওই যুবক। সোমবার সমুদ্রের স্নান করতে গিয়ে যুবকের আর খোঁজ মেলেনি। সবাই ধরে নিয়েছিলেন যুবক সম্ভবত তলিয়ে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করে যুবককে উদ্ধার করতে পারেনি দীঘা পুলিশ। অবশেষে ১৩ জুন মঙ্গলবার যুবকের নিথর দেহ সমুদ্রের পাড়ে ভেসে আসে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতলে পাঠায় স্থানীয় পুলিশ। বুধবার নির্মলের দেহ দাসপুরে আসার কথা। মৃতের মামা দাদু মদন মাইতি বলেন, আমার নাতি এক প্রকার অনাথ, বাবা নিশিকান্ত মাজি ও এক বোন আগেই মারা গিয়েছে, মায়ের খোঁজ নেই। মামা বাড়িতে এসে মানুষ। ছোট থেকেই সে নানান রোগে ভুগছে। দীঘা বেড়াতে গিয়ে সোমবার ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনায় কার্যত ভেঙে পড়েছে গোটা পরিবার।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now