ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার বিকেল থেকে ঝড় বৃষ্টি। অন্যান্য এলাকার সাথে দাসপুর থানার সরবেড়িয়া এলাকায় বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ পরিষেবা। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আর সেই বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের এক শ্রমিকের। ১৯ মে শুক্রবারের রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আজ ২০ মে শনিবারের সকাল থেকেই বিদ্যুৎ দপ্তরের কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দাসপুর থানার লাওখানা গ্রামে। গ্রামবাসীদের থেকে জানা যাচ্ছে, গ্রামের বিদ্যুৎ সংযোগ ফেরানোর জন্য রাতেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মাঠে নেমে বিদ্যুতের কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎই বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে সাথে সাথে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম শঙ্কর প্রধান (৪০), বাড়ি পিংলা থানার মালিগ্রামে। গ্রামবাসীরা প্রাথমিক ভাবে অনুমান করছেন, ঠিকাদারের শ্রমিকদের কিছু ভুল বোঝাবুঝি থেকেই এই মর্মান্তিক ঘটনা। কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শ্রমিক। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং ডিভিশনাল ম্যানেজার বিজন দুয়ারি বলেন, শুক্রবারের রাতে সরবেড়িয়ার লাওখানা এলাকায় কাজের সময় শঙ্কর প্রধান নামে ওই শ্রমিকের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। তিনি আরও জানান, এই সপ্তাহে দু-দুটি বড় ঝড়ে এলাকায় প্রায় ২৫০ টি খুঁটি ভেঙে যায়। মাত্র দু’দিনের মধ্যে সে সব জায়গায় নতুন খুঁটি দিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়েছে। এর জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে এই সব শ্রমিকরাই। তারই মাঝে এমন ঘটনা খুবই দুঃখ জনক।