বা­­ড়ি থেকে প্রেমে বাধা, সেই কারণেই কি ক্ষীরপাইয়ের যুবকের ‘আত্মহত্যা’?

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ি থেকে প্রেমের আপত্তি করার জন্যই কি ক্ষীরপাই শহরের যুবক আত্মহত্যার পথ বেছে নিলেন? ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ প্রাথমিক ভাবে এমনটাই অনুমান করছে। মৃত যুবকের নাম মানবেন্দ্র দেওয়ান(২০)। ক্ষীরপাই শহরের ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি। ১৪ ডিসেম্বর রাতে তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই যুবকটি মেদিনীপুর শহরের কোনও একটি প্রতিষ্ঠান থেকে টেকনিক্যাল প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানেরই এক যুবতীর সঙ্গে তাঁর প্রেম চলে। কিন্তু বিষয়টি মানবেন্দ্রর বাড়ির লোকেরা মেনে নেননি। ১৪ ডিসেম্বর সন্ধ্যায় বাড়িতে খাওয়ার সময় মানবেন্দ্রর মা ওই প্রেম নিয়েই ছেলেকে  ভর্ৎসনা করেন বলে জানা গিয়েছে। সেই সময়ই অভিমানে খাবার ফেলে দিয়ে উঠে পালিয়ে যান মানবেন্দ্র। কিছুক্ষণ পরেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com