সন্তু বেরা: সাত সকালেই শিলাবতী নদীর জলে স্রোতে মৃতদেহ। সেই মৃতদেহকে দেখেই্ দুই নদীর দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] আজ ২৪ আগস্ট সকালে দাসপুর এলাকা থেকে ঘাটাল মহকুমার শিলাবতী নদীতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখা যায়। প্রায় ৭-৮ কিলোমিটার ধরে মৃতদেহটি ভেসে ঘাটাল শহরের দিকে আসতে শুরু করলে আরও চাঞ্চল্য বাড়ে। মৃতদেহটি ঘাটালের ভাসাপুল পেরিয়ে ঘাটাল আদালতের দিকে গেলে সেখানে ঘাটাল থানার পুলিশ বিশাল ঝুঁকি নিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে। ওই মৃতদেহ উদ্ধার দেখার জন্য বহু কৌতূহলী মানুষের ভিড় হয়।
পরে জানা যায় ওই মৃতের পরিচয় জানা গিয়েছে। দাসপুর থানার কল্যাণপুরে বাড়ি। নাম সুকুমার পাত্র(৪৬)। ওই মৃতদেহটি নদীতে ভাসছে দেখে মৃতের পরিজনেরাও ঘাটাল দিকে আসতে শুরু করেন। তিনি বলেন, শনিবার থেকে তিনি জলে তলিয়ে গিয়েছিলেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।