বাবলু মান্না,দাসপুর: এলাকায় লাগাতার মোবাইল চুরি। তক্কেতক্কে ছিল গ্রামবাসীরা। ১০ জুলাই রবিবার দাসপুর থানার বেনাই গ্রামে মোবাইল চুরি করতে গিয়ে হাতনাতে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হল। ঘটনা দাসপুর থানার বেনাই গ্রামের মল্লিক পাড়ার। বেনাই গ্রামের মল্লিক পাড়ার বাসিন্দা শেখ মইদুল বলেন,রবিবার সকালে ওই এলাকারই এক যুবক বাড়ির মধ্যে রাখা মোবাইল চুরি করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে ওই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনকে আটক করে পুলিশ।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










