এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দাসপুরের যাত্রী প্রতীক্ষালয় রঙ করে দিল বিজেপি

Published on: October 20, 2019 । 9:16 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুর গঞ্জের যাত্রী প্রতীক্ষালয় সাফাই করল বিজেপির কর্মীরা। বিজেপির স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ ২০ অক্টোবর সকালে দলের কর্মী ও সমর্থকেরা দাসপুর গঞ্জের বাসস্টপ এলাকাটি পরিষ্কার করেন এবং ওই এলাকায় ব্লিচিং ছড়ান। যাত্রীপ্রতীক্ষালয়ের দেওয়ালে সাঁটানো  নানা ধরনের দৃশ্য-দূষণকারী পোস্টারগুলি তুলে দিয়ে রঙ করারও ব্যবস্থা করেন। বিজেপির যাত্রী প্রতীক্ষালয়টি পরিষ্কার করার উদ্যোগটি অনেকেরই ভালো লেগেছে। কারণ, ঘাটাল-পাঁশকুড়া সড়কের ধারে যে সমস্ত যাত্রী প্রতীক্ষালয়গুলি রয়েছে তার বেশিরভাগই অপরিষ্কার। স্বচ্ছন্দে বসা দায় হয়ে যায়।  বিজেপির স্থানীয় কর্মী ও সমর্থকেরা আশ্বাস দিয়েছেন আগামী দিনে তারা ওই প্রতীক্ষালয়টিকে ধারাবাহিকভাবে পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

 

 

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now