এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অতিবৃষ্টিতে মাথার ছাদ হারাল দাসপুরের এক পরিবার

Published on: September 6, 2023 । 9:06 PM

বাবলু মান্না ও সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: অতি বৃষ্টির জেরে মাথার ছাদ হারালো দাসপুরের এক পরিবার।
[‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
বসবাসের মাটির বাড়ি ভেঙে এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে পরিবার। দাসপুর ২ ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তরবাড় গ্রামে গোপীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিরাজ আলি খান নামের ওই ব্যক্তি পরিবার নিয়ে নিজের মাটির বাড়িতে থাকতেন। পরিবারে রয়েছে স্ত্রী, ছেলে ও মেয়ে। সিরাজবাবুর পরিবার নিম্নবিত্ত। একসময় জিনিস ফেরি করে অতি কষ্টে সংসার চালাতেন। বয়স প্রায় ৬৯, তাই কাজকর্ম আর তেমনভাবে করতে পারেন না। একমাত্র ছেলে বউকে নিয়ে বাইরে থাকেন, মেয়ের বিয়ে হয়েছে। বর্তমানে স্বামী-স্ত্রী’তে থাকেন। সহায় সম্বলহীন পরিবারের নিজেদের নতুন বাড়ি করার সামর্থ্যও নেই। প্রতিবেশী আনসার উল আলম বলেন, আবাস যোজনায় সিরাজ আলি খানের নাম রয়েছে, তবে এখনও পর্যন্ত বাড়ির টাকা হাতে পাননি। ৫ সেপ্টেম্বর বৃষ্টির কারণে বসবাসের বাড়িটি ভেঙে যায়। তাঁদের এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় মানুষজন, প্রশাসনের পক্ষ থেকেও তাঁদেরকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।

বাড়ি মেরামত বা নতুন বাড়ি না হওয়া পর্যন্ত তাদেরকে স্থানীয় একটি আইসিডিএস সেন্টারে রাখার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। তিন-চার বছর আগে থেকে বাড়িটি জড়াজীর্ণ অবস্থায় ছিল। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিছু ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।