বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: নির্জন ঝোপের ভেতর থেকে উদ্ধার নরকঙ্কাল ও মুণ্ডু। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি লুঙ্গি, গামছা ও একটি টর্চ। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কঙ্কালটি কার এবং উদ্ধার হওয়া লুঙ্গি, গামছা ও টর্চটিই বা কার তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা দাসপুর থানার জোৎকানুরামগড়ের। সোমবার বেলা প্রায় সাড়ে ১২ টা নাগাদ কামালপুর গ্ৰাম পঞ্চায়েতের ওই এলাকায় এক ব্যক্তি মাঠে যাওয়ার সময় একটি নির্জন ঝোপের ভেতরে একটি নরকঙ্কাল দেখতে পান। খবর দেওয়া হয় দাসপুর পুলিশে। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মাস খানেক আগে ১ জুন রাতে ওই এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দোলই(৫৫) বাড়িতে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। ১৭ জুলাই সোমবার চিত্তরঞ্জবাবুর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ঝোপ থেকে কঙ্কালটি উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গামছা ও একটি টর্চ লাইট। চিত্তরঞ্জন দোলইয়ের বাড়ির লোকের সেগুলি সনাক্ত করেছেন জিনিসগুলি চিত্তরঞ্জনবাবুর। পাশের একটি আকাশমণি গাছে চিত্তরঞ্জনবাবুর লুঙ্গির ছেঁড়া অংশও পাওয়া গিয়েছে। তাই পুলিশের প্রাথমিক অনুমান কঙ্কালটি নিখোঁজ হওয়া ওই প্রৌঢ়ের। কঙ্কালের ফরেনসিক টেস্ট হবে কিনা তা এখনও সঠিকভাবে জানা যায়নি।