নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: হাঁটু সমান কাদা সেই কাদার মাঝে হাতে জুতো মাথায় মিড ডে মিলের আনাজপাতি নিয়ে শিক্ষকরা যাচ্ছেন স্কুলে। অন্যদিকে কাদা কাদায় কচিকাঁচা পড়ুয়ারা ছুটেছে স্কুলে। কাদায় পড়ে মাঝে মধ্যেই স্কুল অবধি আর যাওয়া হয়ে ওঠে না ওদের। ডিজিটাল ইন্ডিয়ার বাংলার এই রাস্তায় উন্নয়ন কোথায় দাঁড়িয়ে মুচকি হাসছে তার খোঁজ না থাকলেও এই নিদারুণ লজ্জাজনক ছবি দাসপুর-১ ব্লকের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের। গ্রামের মাঝে যে চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালিয় সে বিদ্যালয়ের যাতায়াতের পথে কংক্রিট কিংবা মোরামের লেস মাত্র নেই, পুরোটাই কাদা মাখা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানাচ্ছেন, বছরের পর বছর ধরে এভাবেই তাঁদেরকে পাশাপাশি কচিকাঁচা পড়ুয়াদের স্কুলে যাতায়াত করতে হচ্ছে। মাঝে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের হস্তক্ষেপে কিছুটা রাস্তার হাল ফিরলেও এখন কাদায় ডুবে অধিকাংশ রাস্তাই। বিদ্যালয়ের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক বিজয় ধাড়া জানান, তাঁদের বিদ্যালয়ে মোট ১১৮ জন পড়ুয়া এবং তাঁরা ৫ জন শিক্ষক। বারে বারে প্রশাসনে জানিয়েও হাল ফেরেনি রাস্তার। অগত্যা এভাবেই পঠন পাঠনের কাজে অবিচল তাঁরা।