আজ ২৯ নভেম্বর ঘাটাল পৌরসভা এলাকার প্রাথমিক,শিশু শিক্ষা কেন্দ্র ও শিশু শ্রমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ৪০ তম পৌর ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হল ঘাটাল পৌরসভা এলাকার ড্রাগন মাঠে। ঘাটাল পৌর সভার পৌর প্রধান বিভাষ ঘোষের তত্বাবধানে ছাত্রছাত্রীদের ক্রীড়া উৎসবে নজর কাড়ে উৎসবের একেবারে শেষ পর্যায়ে পৌর এলাকার শিক্ষকদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ। এই ম্যাচে ঘাটাল পৌর সভার মোট ১৭টি ওয়ার্ডের শিক্ষকরা দু দলে বিভক্ত হয়ে ৫ ওভারের খেলা খেলেন।
ঘাটাল পৌরসভার ১ থেকে ৮ নম্বর ওয়ার্ডের বিদ্যালয় গুলো থেকে প্রথম দল এবং ৯ থেকে ১৭ নম্বত ওয়ার্ডের বিদ্যালয় গুলো থেকে দ্বিতীয় দল গঠন করা হয়। এই খেলায় আম্পায়াররের ভূমিকা পালন ওই করেন ওই চক্রের এস আই অফিসের এক কর্মী।
প্রথম দলের অধিনায়কত্ব করেন কল্যাণ দাস এবং দ্বিতীয় দলের অধিনায়কত্ব করেন কাশিনাথ দত্ত।খেলাটিতে জয়ী হয় ১নং থেকে ৮নং ওয়ার্ডের স্কুলের শিক্ষক দের নিয়ে গঠিত দল টি। এই খেলায় বেস্ট ফিল্ডার নির্বাচিত হন সুজিত পাল।
জানাগেছে প্রথমে ব্যাট করে কাশী বাবুর দল নির্ধারিত ৫ওভারে ৪৫ রান করেন।জবাবে মাত্র ৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কল্যাণ বাবুর দল। পৌরসভার পৌর প্রধানের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঘাটালবাসী।