সৌমেন মিশ্র ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আপনাকে যদি ১ টাকাও ভাতা দেয় তাহলে সরকার আপনার কার্যকলাপকে স্বীকার করল। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] কিন্তু তা নয়। সরকার তেলা মাথায় তেল বুলোচ্ছে। সরকারের কাছে আপনি অতেলা মাথা। আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে হবে আপনারা অতটাও অতেলা মাথা নন। আজ বৃহস্পতিবার বিকেলে দাসপুরে ক্ষৌরকারদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম নেতা তন্ময় ভট্টাচার্য কার্যত ক্ষৌরকারদের পক্ষে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সওয়াল তুলে ক্ষৌরকারদের ভাতার দাবিতে আন্দোলনকে আরও শক্তিশালী করলেন। ক্ষৌরকার কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক বাসুদেব মান্না আজকের এই সভায় উপস্থিত ছিলেন। তিনি জানান, জন্ম থেকে মৃত্যু যজমানদের প্রতিটি কাজেই তাঁরা ব্রাহ্মণদের মতোই যুক্ত থাকেন। সরকার ব্রাহ্মণদের ভাতার ব্যবস্থা করলেও সরকারের তরফে ক্ষৌরকারদের সামান্য শিল্পীর সম্মানটুকুও নেই। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের জাতিগত সংরক্ষণের ক্ষেত্রেও তৈরি হচ্ছে নানান জটিলতা। এইসব নিয়েই তাঁদের আন্দোলন। আজ এই সংগঠনের তরফে দাসপুরের শিল ভবনে এক বিশেষ সভায় অন্যান্যদের মাঝে হাজির ছিলেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য, বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠ অধ্যক্ষ সুবাস ত্রিপাঠী। তন্ময় ভট্টাচার্যের বক্তব্যে উদ্বুদ্ধ রাজ্যের ক্ষৌরকাররা। তন্ময়বাবু ভাতার পক্ষে আওয়াজ তোলেন। আজকের এই সভায় বাম নেতৃত্বের উপস্থিতি এবং এই সভায় প্রকাশ্যে ক্ষৌরকারদের পক্ষে সওয়াল নিশ্চিত তাদের এই আন্দোলন আগামীতে অন্যমাত্রা পাবে।