তৃপ্তি পাল কর্মকার: বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল ঘাটালের কসমো বাজার।
প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকার ওই প্রতিষ্ঠানটি আজ ১৮ জানুয়ারি সকাল থেকেই ছোটছোট ছেলে মেয়েদের ও তাদের মায়েদের ভিড়ে ভরে ওঠে। কসমো বাজারের স্টোর ম্যানেজার পল সিংহরায় জানালেন, কসমো বাজারের মধ্যেই আজ দুটি গ্রুপে এদিনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। একটি ছিল ২বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের গ্রুপ। অন্যটি ৬ থেকে ৯ বছরের গ্রুপ। প্রথম গ্রুপটিতে ৪৫ জন এবং দ্বিতীয় গ্রুপটিতে ৫৬ জন অংশগ্রহণ করেছিল। শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক মনোভাব গড়ে তোলার জন্যই কসমো বাজার শিশুদের এই ধরনের একটি প্লাটফর্ম দিতে চেয়েছিল বলে জানা গিয়েছে। কসমো বাজারের দাবি সেই উদ্যোগ তাদের সফলও হয়েছে। এত ছোট্ট বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করায় খুশি প্রতিযোগিদের অভিভাবিকারাও।এইচ আর ম্যানেজার ইন্দ্রজিৎ রায় বললেন, দুটি গ্রুপেই আলাদা আলাদা ভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়েছে। ট্রফির সঙ্গে প্রথমকে দেওয়া হয়েছে ১০০০ হাজার টাকার গিফ্ট কুপন, দ্বিতীয়কে ৫০০ এবং তৃতীয়কে ৩০০ টাকার গিফ্ট কুপন। এছাড়াও প্রত্যেক প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।