করোনার কোপ,এবারও ঘাটাল মহকুমার দাসপুরের তিয়রবেড়িয়ার সামন্ত পরিবারের ঐতিহ্য মণ্ডিত ৮০ মন পেতলের রথ টানা বন্ধ থাকছে।
পরিবারের পক্ষে রঙ্গলাল সামন্ত জানান,করোনা সংক্রমণ রুখতে প্রশাসনের নির্দেশ মেনে তাঁরা ২০২০ সালের ন্যায় এবার ২০২১ সালেও তাঁদের পেতলের রথ টানা এবং সেই উপলক্ষে যে ১০ দিন ব্যাপি মেলা এবং উৎসব তা সম্পূর্ণ রূপে বন্ধ রাখছেন।
পরিবারের অপর সদস্য রামকৃষ্ণ সামন্ত বিশেষ আবেদন জানিয়েছেন,রথ প্রাঙ্গণে এবার রথকে কেন্দ্র করে যেন কোনা দোকাদানি না বসে,কোনো প্রকার জমায়েত না হয়। পরিবারের পক্ষে জানানো হয়েছে,আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে পুরির জগন্নাথ ধামের রথের সাথেই তাঁদের কুলদেবতা শ্রীশ্রী মদন-গোপাল জিউয়ের রথযাত্রা হয়। এবার সমস্ত আচার,রীতি নীতি মেনে পুজো হলেও রথ টানা হবে না।
উল্লেখ্য ঘাটাল মহকুমারের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা হল এই তিয়রবেড়িয়ার সামন্তদের কুলদেবতা, শ্রীশ্রী মদন-গোপাল জিউর আশিমন পিতলের রথযাত্রা।
আজ থেকে প্রায় ১২০ বছর পূর্বে কুলদেবতা শ্রীশ্রী মদন-গোপাল জিউর স্বপ্নাদেশ পেয়ে , ওই সামন্ত পরিবারের পূর্বপুরুষ জমিদার স্বর্গীয় শ্রীমান ত্রৈলক্যনাথ সামন্ত কুলদেবতার উদ্দেশ্যে আশি মন পিতল দ্বারা রথ নির্মাণ করেন ও সেই উপলক্ষ্যে নয় দিন ব্যাপী মেলারও আয়োজন করেন।
সেই থেকে প্রতি বছরই হয় রথযাত্রা ও মেলা। এই মেলাকে ঘিরে মহকুমা জুড়ে মানুষের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ্য করা যায়। কিন্তু গত বছরের ন্যায় এই বছরও মারন করোনা ভাইরাসের কারণে,সামন্ত পরিবার ও প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মেলা বন্ধ থাকলেও পারিবারিক কুলাচার ও রীতিনীতি মেনে শ্রীশ্রী মদন-গোপাল জিউর রথযাত্রার পূজা সুসম্পন্ন করা হবে।