ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২৪ আগস্ট ২০২০
•লালা রস নেওয়া হয়েছিল: ২২ আগস্ট ২০২০ •রিপোর্ট এসেছে: ২৪ আগস্ট ২০২০
•ঘাটাল মহকুমায় নতুন সংক্রমিত হয়েছেন=৭৯জন •জেলায়(ঘাটাল সহ) মোট=১৬৭জন
•অ্যান্টিজেন টেস্টে নতুন সংক্রমিত=(আজ রিপোর্ট আসেনি) •জেলায়(ঘাটাল সহ) মোট= (আজ রিপোর্ট আসেনি)।
•রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=নেই •জেলায়(ঘাটাল সহ)মোট=নেই
ঘাটাল মহকুমা হাসপাতাল: ঘাটাল মহকুমার কেউ নেই।
দাসপুর গ্রামীণ হাসপাতাল: মোট:৪৮ জন। #বকুলতলার ভুঁইঞাদের একজন(৩১), বকুলতার মণ্ডলদের একজন(৫৫)শ্যামসুন্দরপুরের ঘোড়ইদের একজন(৩৬), মামুদপুরের সেনাপতিদের একজন(৫৭), দাসপুরের ঘোড়ইদের একজন(ম/৩৫), নাড়াজোলের বলুড়ির মিদ্যাদের একজন(৩৭), নবীন শিমুলিয়ার মাইতিদের একজন(৩০), সাগরপুরের হাইতদের দুজন(১৪, ম/৩৮), মহব্বতপুরের জানাদের দুজন(২৯,৫০), মামুদপুর সামন্তদের একজন(ম/২৩), দাসপুর হাসপাতালের সাউদের একজন(২৪), নুনেগাদার সামন্তদের ৯জন(৫৬,৫২,২৪, ৪৪,১৭, ম/৪৭, ম/৪৬, ম/১৮, ম/৪২), বকুলতলার ঠিকাদার সংস্থার কর্মী ২৬ জন।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র: মোট:১১ জন। #লক্ষ্মীকুণ্ডুর রাউৎদের এক জন(৫৫), সাতপোতার দাসেদের একজন(৪৬), লক্ষ্মীকুণ্ডুর সাঁতরাদের একজন(৩৫), কুল্টিটিকুরির পালেদের একজন(৫২), ভুতার মান্নাদের একজন(২৮), আদমপুরের সামন্তদের একজন(৫১), উত্তরবাড়ের পালেদের তিন জন (৪০, ম/২, ম/২৬), খুকুড়দহের ভুঁইঞাদের একজন(৩৮), পলাশপাইয়ের ভুঁইঞাদের একজন(ম/১৮)।
বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতাল: মোট:১৪ জন। #শিমুলিয়ার পাঁজাদের ৮জন(২, ৮,১২,২,৫৮, মহিলা:৮২, ৫২, ২৬), নবগ্রামের ভুঁইঞা(৩৮), দলপতিপুর মাইতিদের (ম/৪০), আগর দোলই(ম/২৯), কুরান সাঁতরাদের(ম/৫৫), কুরান হেমব্রমদের(৩২), দলপতিপুরের শাসমলদের(৫৮)।
ক্ষীরপাই হাসপাতাল: ঘাটাল মহকুমার কেউ নেই।
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল: মোট:০৬ জন। চন্দ্রকোণার মনোহরপুরের দণ্ডপাটদের তিনজন(৪৫, ১৮, ম/৩৫), ধামকুড়িয়া অধিকারীদের একজন(২৩), চন্দ্রকোণার যাদবনগরের হেমব্রমদের দুজন(৩৬,৩২)।
অ্যান্টিজেন[সঙ্গে সঙ্গে রিপোর্ট]: রিপোর্ট আসেনি।
রিপিট টেস্ট:• নেই। •শালবনী:। •আয়ুস:।[শালবনী ও আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।]
‘স্থানীয় সংবাদ’(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।