ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৬ সেপ্টেম্বর ২০২০
•লালা রস নেওয়া হয়েছিল: ১৪সেপ্টেম্বর ২০২০ •রিপোর্ট এসেছে: ১৬ সেপ্টেম্বর ২০২০
•ঘাটাল মহকুমায় মোট লালা রস নেওয়া হয়েছিল=৭৪জনের •সংক্রমিত হয়েছেন মোট= ৩২জন
•জেলায় মহকুমায় মোট লালা রস নেওয়া হয়েছিল(ঘাটাল মহকুমা সহ)=৪৯৮জনের •জেলায় মোট সংক্রমিত হয়েছেন(ঘাটাল মহকুমা সহ)=১১৫জন
•অ্যান্টিজেন টেস্টে নতুন সংক্রমিত=(জানা যায়নি) •জেলায়(ঘাটাল সহ) মোট= (জানা যায়নি)।
রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=জানা জায়নি •জেলায়(ঘাটাল সহ)মোট=জানা যায়নি
ঘাটাল মহকুমা হাসপাতাল: মোট পরীক্ষা হয়েছিল ৩১ জনের। পজিটিভ: ০৮জন। #ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের মাইতি(৭৮), শয়লার মাজি দুই(৩২,৫৫), খানজাপুর হাজরা(৪২), ঘাটালের ১৭ নম্বর ওয়ার্ডের তিন জন মালিক(ম/২৫), চৌধুরী(৩২), সামন্ত(৩২) এবং জয়কৃষ্ণপুরের রহমান(৫০)।
দাসপুর গ্রামীণ হাসপাতাল: কোনও রিপোর্ট আসেনি।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র: মোট পরীক্ষা হয়েছিল ২৭ জনের। পজিটিভ: ১৮ জন। # গোছাতি মণ্ডল(৩৭), রামনগর সেনাপতি(ম/৪৫), মাগুরিয়া আদক(৪১),মাগুরিয়া দাস(৫৩), মাগুরিয়া মাইতি(৬৪), গৌরা গোস্বামী দুই(৪২, ম/৬৫), গৌরা বেরা দুই(৬,৪৮), ভুতা মান্না(ম/২৮), ভুতা রায় দুই(ম/৬২, ম/৪৪), জোৎঘনশ্যাম কুইল্যা ছয়(ম/২২,ম/৪৫,ম/৪৫, ১২,৪৬,৫৫)।
বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতাল: মোট পরীক্ষা হয়েছিল ১০ জনের। পজিটিভ: ০৪ জন। #বীরসিংহ ঘোষ দুই(৪৭,৪৮), মহারাজপুর খান(৩২), পার্বতীচক কর(ম/২০)
ক্ষীরপাই হাসপাতাল: কোনও রিপোর্ট আসেনি।
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল: মোট পরীক্ষা হয়েছিল ০৬ জনের। পজিটিভ: ০২ জন। # চন্দ্রকোণা ভুঁইঞা(ম/৮), চন্দ্রকোণা মুখোপাধ্যায়(৩৮)।
‘স্থানীয় সংবাদ’(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।