এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৪ সেপ্টেম্বর ২০২০

Published on: September 15, 2020 । 12:50 PM

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৪ সেপ্টেম্বর ২০২০
•লালা রস নেওয়া হয়েছিল: ১২সেপ্টেম্বর ২০২০ •রিপোর্ট এসেছে: ১৪ সেপ্টেম্বর ২০২০
•ঘাটাল মহকুমায় মোট লালা রস নেওয়া হয়েছিল=১০০জনের •সংক্রমিত হয়েছেন মোট=২০জন
•জেলায় মহকুমায় মোট লালা রস নেওয়া হয়েছিল(ঘাটাল মহকুমা সহ)=৩৮৮জনের •জেলায় মোট সংক্রমিত হয়েছেন(ঘাটাল মহকুমা সহ)=৬৬জন
•অ্যান্টিজেন টেস্টে নতুন সংক্রমিত=(জানা যায়নি) •জেলায়(ঘাটাল সহ) মোট= (জানা যায়নি)।
রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=নেই •জেলায়(ঘাটাল সহ)মোট=১জন
ঘাটাল মহকুমা হাসপাতাল: মোট পরীক্ষা হয়েছিল ১৪ জনের। পজিটিভ:৩ জন। #
দাসপুর গ্রামীণ হাসপাতাল: 
মোট মোট পরীক্ষা হয়েছিল ৩৫ জনের। পজিটিভ:০৭ জন। #নুনেগাদিয়া দাস(৫৫), লাওদার অধিকারী(ম/২০), লাওদা দাস তিন জন(ম/৩৮, ১৬,৮), সরবেড়িয়া রাধানগর রুইদাস(২৪), সৌলান পাঁজা(২৬)।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র:
মোট পরীক্ষা হয়েছিল ১১ জনের।জিটিভ হয়েছেন:০৪ জন। #শয়লার সামন্ত(৬০), জোৎঘনশ্যাম কুইলা(৬৭), সোনাখালি পাত্রদের দুজন(৫৫, ২২)। 
বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতাল:
 মোট পরীক্ষা হয়েছিল ২৯ জনের। পজিটিভ:০২ জন। #•খড়ারের ঘোষ(ম/৫৬), খড়ারের ঘোড়ই(ম/৩৪)।
ক্ষীরপাই হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল:
মোট পরীক্ষা হয়েছিল ১১ জনের। পজিটিভ হয়েছেন:০৪ জন। #চন্দ্রকোণা শহরের মিত্রসেনপুরের দাসেদের তিন জন(ম/৩৮, ম/৬৫, ম/১৫), বুড়াপাটের ঘোষ(৮০)।
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]: •আজ আমাদের ’স্থানীয় সংবাদ’-এর দপ্তরে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এই রিপোর্ট সব দিন আসে না। এলে এখানে যোগ করে দেওয়া হবে। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। রিফ্রেস করলে যদি ওই রিপোর্ট আসে সেটা পেয়ে যাবেন এবং আজকে প্রকাশিত রিপোর্টের নতুন সংশোধন থাকলে সেটাও পেয়ে যাবেন।
রিপিট টেস্ট:
•মোট:০১জন। •শালবনী:১।

‘স্থানীয় সংবাদ’
(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now