লালা রস নেওয়া হয়েছিল: ২৬ জুলাই ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ২৮ জুলাই ২০২০ সব মিলিয়ে ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন মোট: ৩১ জন |
|
লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
ঘাটাল মহকুমা হাসপাতাল | ❖মোট:১ জন। বাড়ি জানা যায়নি(পুরুষ/৩৬) |
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র | ❖মোট:৬ জন। বীরসিংহের মহাপাত্র পাড়ার এক জন(মহিলা/৩৬), চন্দননগরের সাঁতরা পাড়ার চার জন( পুরুষ/৩৭, মহিলা/২৯,কিশোরী/১৬, কিশোর/১১) এবং ওই গ্রামের বাগ পাড়ার এক জন(মহিলা/৬৫) |
দাসপুর হাসপাতাল | ❖মোট:৬ জন। বীরসিংহের মহাপাত্র পাড়ার এক জন(মহিলা/৩৬), চন্দননগরের সাঁতরা পাড়ার চার জন( পুরুষ/৩৭, মহিলা/২৯,কিশোরী/১৬, কিশোর/১১) এবং ওই গ্রামের বাগ পাড়ার এক জন(মহিলা/৬৫) |
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | ❖মোট:৩ জন। শ্রীবরার বেরা পাড়ার একজন(পুরুষ/৩৮), জোতকেশবের ভৌমিক পাড়ার দুজন (পুরুষ/২৬, মহিলা/৩৫)। |
চন্দ্রকোণা হাসপাতাল | নেই। |
মেদিনীপুর আয়ুস হাসপাতাল | ❖ঘাটাল মহকুমার মোট:২ জন। চন্দ্রকোণা থানার বাসিন্দা দু’জন রোগীর করোনা পজিটিভ এসেছে।তাঁদের বাড়ির ঠিকানা জানা যায়নি। তাঁদের মধ্যে এক জন পুরুষ(৫০), কিশোরী এক জন(১৫)। |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ | নেই। |
শালবনী করোনা হাসপাতাল | ❖ঘাটাল মহকুমার মোট:১৩ জন ঘাটাল শহরের কুশপাতার মণ্ডল পাড়ার তিন জন(পুরুষ/৪৬, কিশোর/১৪, মহিলা/৩০) দাসপুরের বালিতোড়ার মনি পাড়ার এক জন(কিশোর/১৬), দাসপুরের তাতারপুরের চক্রবর্তী পাড়ার একজন(পুরুষ/৩৯), দাসপুরের সাহু পাড়ার একজন(পুরুষ/৩৫), দাসপুর থানার সামন্ত পাড়ার একজন(পুরুষ/৩৭), দাসপুরের বালিতোড়ার মণ্ডল পাড়ার চার জন(পুরুষ/১৯, পুরুষ/২১, পুরুষ/৪২, মহিলা/৩২), দাসপুরের সড়বেড়িয়ার দত্তপাড়ার দুজন(মহিলা/৬২, পুরুষ/৩২), সামাটের পালপাড়ার একজন(পুরুষ/২৫) । |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |
Home এই মুহূর্তে ব্রেকিং আজ(২৮/৭/২০২০) ঘাটাল মহকুমার কোথায় কতজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে জেনে নিন