স্বস্তি হরিরামপুরে, র্যাপিড টেস্টে সবাই নেগেটিভ। জেলার দাসপুর ১ ব্লকের হরিরামপুরে বেড়েছে করোনার সংক্রমণ। গত সপ্তাহেই একই পরিবারের ৪ জন করোনা আক্রান্ত,চিকিৎসাধীন আক্রান্তরা। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সোমবার হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে করোনার র্যাপিড টেস্ট হল। শরীরে করোনার উপসর্গ আছে এমন গ্রামবাসীদের অ্যান্টিজেন টেস্ট হয়। স্বাস্থ্য দপ্তর সূত্র জানা গেছে মোট ২৫ জনের টেস্ট হয়,সবারই রিপোর্ট নেগেটিভ।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










