সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল ও দাসপুর এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত দু’জন। যাদের মধ্যে ১৩ বছরের বালিকাও রয়েছে। আজ ১১ সেপ্টেম্বর শনিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবনচন্দ্র হাঁসদা যে করোনা রিপোর্ট পেশ করেন তাতেই দেখা গেল দাসপুর-১ ব্লকের বলিহারপুরে মুুখোপাধ্যায় পরিবারের বছর ৪২ এর এক মহিলা করোনা আক্রান্ত। পাশাপাশি ঘাটালের কুশপাতা এলাকার এক ১৩ বছরের বালিকাও করোনায় আক্রান্ত। উভয় ক্ষেত্রেই আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।