এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আজ ঘাটাল মহকুমায় করোনা সংক্রমণের হার অনেক কম

Published on: July 26, 2020 । 10:00 PM

নিজস্ব সংবাদদাতা(২৬জুলাই ২০২০): আজ বিগত কয়েক দিনের থেকে আজ ঘাটাল মহকুমায় করোনা সংক্রমিতের সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই কম। আজকের রিপোর্ট অনুযায়ী মহকুমায় মোট পাঁচ জন সংক্রমিত হয়েছেন। ওই পাঁচ জনের মধ্যে ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের দালাল পাড়ার দু’জন মহিলা। দাসপুর-১ ব্লকের ফকির বাজারের এক জন বৃদ্ধ, বাজুয়ার একজন মহিলা এবং দাসপুর গঞ্জের একজন যুবক। অন্যান্য দিন মহকুমায় ১৫-২০ জন করে আক্রান্ত হয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad