এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

মহিলাদের উদ্যোগে আবার মুখরিত চন্দ্রকোণার এক ক্লাব

Published on: January 31, 2020 । 6:22 PM

অসীম বেরা: দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা ক্লাব সরস্বতী পুজো এবং খিচুড়ি ভোগের ব্যবস্থার মধ্য দিয়ে খুলে গেল। আর সুকৌশলে এই ব্যবস্থা করলেন গ্রামেরই কয়েকজন মহিলা। জানাগেছে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রামের ভাল্লুককুণ্ডু ক্লাব দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল।

গ্রামের মহিলাদের উদ্যগে এবার ক্লাব প্রাঙ্গণে হয় সরস্বতী পুজো। আবার ক্লাব মুখী হয় গ্রামের মানুষ। আজ শুক্রবার আয়োজন করা হয় খিচুড়ি ভোগের। আজ প্রায় ৫০০ গ্রামবাসী এই ভোগ গ্রহণ করে বলে জানিয়েছেন ওই গ্রামের পাপিয়া মণ্ডল,শান্তনা হাটুইরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭