কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: টোটোয় করে চোলাই মদ নিয়ে যাওয়ার সময় হাতেনাতে পড়ল আবগারির হাতে। গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। ঘটনা ঘাটাল থানার দন্দিপুর গ্রামের। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আবগারি দপ্তরের ঘাটাল সার্কেলের ওসি পরিক্ষিত বর্মন বলেন, দন্দিপুর থেকে চোলাই নিয়ে ঘাটালের দিকে আসছিল একটি টোটো। গোপন সূত্রে খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আমরা বরদা বিশালাক্ষী মন্দিরের কাছে টোটোটিক হাতে হাতেনাতে ধরে ফেলি। প্রায় ১২০ লিটার চোলাই উদ্ধার করা হয়েছে টোটো থেকে। দেবেন্দ্র দোলই এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।
পরিক্ষিতবাবু জানাচ্ছেন, দন্দিপুর এলাকাটি চোলাইয়ের একটি বড়সড় ঘাঁটি। এর আগে অনেকবার ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। কিন্তু তারপরেও রমরমিয়ে চলছে চোলাই কারবার। আজকেও ওই এলাকা থেকে চোলাই নিয়ে ঘাটালের বিভিন্ন চোলাইয়ের ঠেকে দেওয়া হত।