বিয়ের আতঙ্কে স্কুলে আশ্রয় নিল ঘাটালের এক ছাত্রী

সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল:বৃহস্পতিবার স্কুল গিয়ে বিয়ের ভয়ে আর বাড়ি ফিরতে চাইল না ঘাটাল ব্লকের আলুই হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রানি মাইতি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ  ছাত্রীটিকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করল। আলুই  স্কুলের ইংরেজির শিক্ষক তথা কন্যাশ্রীর নোডাল টিচার সুদীপ বাগ বলেন, ছাত্রীর পরিবারের লোকেদের কাছ থেকে মুচলেকা লেখিয়ে ছাত্রীটিকে বাড়ি পাঠানো হয়েছে।রানির বাবা মারা যাওয়ার পর ছাত্রীর মা অন্যত্র বিয়ে করে সংসার করছেন। রানিদের আর খোঁজ রাখেন না। রানিরা দুই বোন এক ভাই দাদু অজিত মাইতি এবং ঠাকুমা ছবি মাইতির কাছেই থাকে। দাদু-ঠাকুমা সোমবার রানির হঠাৎ বিয়ের আয়োজন করে। রানি বিয়ের কথা জানতে পেরে ওই দিন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বন্ধুর বাড়িতে ছিল। কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রানিকে স্কুলে ডাকা হয়। সুদীপবাবু বলেন, রানি কিন্তু বিয়ের আতঙ্কে স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছিল না। তাই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। বিডিও অফিস থেকে প্রতিনিধিরা স্কুলে আসেন। দাদু-ঠাকুমাকে ডাক পাঠানো হয়। দাদু ঠাকুমার মুচলেকা লেখিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।