অরুণাভ বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মঙ্গলবার মনসুকা ২ গ্রাম পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠী দলের মহিলাদের নিয়ে ওই গ্রাম পঞ্চায়েত অফিসে বৈঠক হল। ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট শুলক প্রামাণিক, জয়েন্ট বিডিও অলিপ হালদার, ওই পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা ঘড়ুই, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ অপর্ণা খাটুয়া। নতুন দল গঠন, বাল্যবিবাহ রোধ নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়াও সামাজিক ন্যায় বিচার এর ক্ষেত্র ,যেগুলি মহিলাদের সাথে জড়িত সেই বিষয়ে আলোচনা হয়। বাচ্চাদের স্কুলের পোশাক তৈরির জন্য যে দলগুলি দায়িত্বপ্রাপ্ত তাদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়। ১৫ দিন ছাড়া কাজের মূল্যায়ন হবে বলে জানা গিয়েছে।