বৃদ্ধার দু’কান ফালা করে দুল ছিঁড়ে নিয়ে গেল দুষ্কৃতীরা, পরে ধৃত এক যুবক

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: সামান্য কানের দুটো ১০ গ্রাম ওজনের সোনার দুল, তার জন্যে হয়তো প্রাণটাই [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] চলে যেত বৃদ্ধার। দিনে দুপুরে দুকান ফালা করে কানের দুল ছিঁড়ে নেওয়া হল দাসপুর থানার জালালপুরের  জ্যোৎস্না বেরার। বছর পঁয়ষট্টির ওই বৃদ্ধা গ্রামের মেঠো রাস্তা দিয়ে দুপুর ১টা নাগাদ গরুকে জল দিতে যাচ্ছিলেন। সেই সময় দুই যুবক বাইকে করে বৃদ্ধার রাস্তা ঘিরে দাঁড়ায়। তাঁকে জিজ্ঞাসা করে অমুকের বাড়ি কোথায়, তমুকের বাড়ি কোন দিক দিয়ে যাব এইসব। কথা বলতে বলতে বৃদ্ধা অন্যমনস্ক হয়ে পড়লে সেই সুযোগে একজন তাকে জাপটে ধরে, একজন কান থেকে দুল ছিঁড়ে নেয়। দুই কানের লতি দুফাঁক হয়ে ফিনকি দিয়ে রক্ত বইতে থাকে। জোৎস্নাদেবীর চিৎকারে মাঠে কয়েকজন কাজ করছিলেন, তারা ছুটে আসেন। একটি ছেঁড়া কানের দুল চুলে আটকে যায়। একজন সেই দুল চুল থেকে ছাড়ানোর চেষ্টা করছে, ততক্ষণে অন্যজন বাইক স্টার্ট দিয়েছে। সে সময় দুলটি নিয়ে চট করে বাইকে উঠতে গিয়ে পড়ে যায় ওই ছিনতাইকারী। অন্যজন পালিয়ে যায়। ছিনতাইকারীকে ধরে ফেলেন ছুটে আসা লোকজন। তাকে ধরে বেঁধে এলাকার লোকজনে উত্তম মধ্যম দেবার পর সে নিজের নাম বলে, পলাতক সঙ্গীরও নাম বলে। জানা গিয়েছে ওই ছিনতাইকারীর নাম অরুণ প্রামানিক, বাড়ি রাধাকান্তপুরে। মারধোরের মুখে ছিনতাইকারী স্বীকার করে চুরি এবং ছিনতাই নাকি তাদের পেশা। ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ অন্য ছিনতাইকারীর সন্ধান চালাচ্ছে।
ঘটনার হিংস্রতায় শিউরে উঠছেন এলাকার মানুষ। যেভাবে জোৎস্নাদেবীর কান দুটি ছিঁড়ে নেওয়া হয়েছে চোখে তা দেখা যায় না। দু কানের লতি দুফাঁক হয়ে গিয়েছে। নৃশংস ভাবে মায়াদয়া না করেই ছেঁড়া হয়েছে কানদুটি। জোরে চিৎকার করার জন্য হয়তো তাকে প্রাণেও মেরে ফেলত ছিনতাইকারীরা। এভাবে দিনে দুপুরে বাড়ির কাছে ছিনতাই হলে বাড়ির মা কাকিমারা দৈনন্দিনের সামান্য গয়নাটুকু পরে থাকবেন না? জীবনের বানপ্রস্থে এসে যদি বাড়ির মা কাকিমাদের বলতে হয় গায়ের টুকিটাকি গয়নাগুলিও খুলে রাখতে হবে, সেটাও তো দৃষ্টিকটুর সাথে শ্রুতিকটুও। এবার দৃষ্টিকটু শ্রুতিকটু যাইহোক, জীবনের নিরাপত্তার জন্য নিরাভরণ করিয়েই রাখুন বাড়ির মেয়েদের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/