মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা পৌর প্রশাসনিক বোর্ডের উদ্যোগে চন্দ্রকোণা শহর পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। আজ ২৭ সেপ্টেম্বর চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ৫০-৬০ জন সাফাই কর্মীদের নিয়ে হাসপাতাল চত্ত্বর পরিষ্কার করা হয়। হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় জমে থাকা জল,জমে থাকা আবর্জনা, ড্রেন ও ভ্যাটগুলি সাফাই করা হয়। সেইসঙ্গে ব্যানার হাতে নির্মল পদযাত্রাও করা হয় বলে জানা যায়।
আজকের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন চন্দ্রকোণা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিলু মান্না, প্রশাসনিক বোর্ডের দুই সদস্য গোবিন্দ দাস ও সৌরভ চক্রবর্তী, বিএমওএইচ ডাঃ স্বপ্ননীল মিস্ত্রি, চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডাঃ গৌতম প্রতিহার, পার্থসারথি সীট প্রমুখ।