এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার করোনা মুক্ত বিডিও কাজে যোগদেওয়ার আগে মন্দিরে পুজো দিলেন

Published on: July 30, 2020 । 9:11 PM

সুইটি রায়:করোনা মুক্ত চন্দ্রকোণা-১ বিডিও মন্দিরে পুজো দিলেন। আগামী কাল থেকে তিনি আবার আগের মত করেই চন্দ্রকোণা-১ ব্লকের প্রশাসন সামলাবেন। সেজন্যই অফিস করার আগের দিন আজ ৩০ জুলাই তিনি পুজো দেওয়ার ব্যবস্থা করলেন। প্রসঙ্গত, গত ১৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে ১৮ জুলাই শালবনী করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন চন্দ্রকোণা-১ এর বিডিও অভিষেক মিশ্র। গতকাল ২৯ জুলাই শালবনী করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন তিনি। আজ ৩০ জুলাই সকালে তিনি সপরিবারে জাড়ার বাঁকা-রায় শিবমন্দিরে পুজো দিয়ে গেলেন। বিডিওর পুজো দিতে আসাকে কেন্দ্র করে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিল এলাকার কৌতুহলী মানুষজন। প্রসঙ্গত উল্লেখ্য গত ১৯ জুলাই বিডিওর আরোগ্য কামনায় জাড়ার ওই মন্দিরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছিলেন চন্দ্রকোণা-১ ব্লকের জাড়া গ্রামপঞ্চায়েতের সর্বদলের গ্রামপঞ্চায়েত সদস্য ও জবকার্ডের সুপারভাইজার এবং অন্যান্য কর্মীরা। বিডিও পুজো দিতে আসাতে খুবই খুশি এলাকাবাসী। আগামীকাল থেকে অভিষেকবাবু অফিসে জয়েন করবেন বলে জানা গেছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]