নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাত সকালে চন্দ্রকোণা থানার(Chandrakona police) ধামকুড়িয়া জঙ্গল থেকে দুই নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
দুই দেহের চারপাশে ছড়িয়ে ছিল মোবাইলের(mobile) ভাঙা টুকরো, একটি ছুরি, চুড়িদারের একটি ওড়নার মধ্যে দুইজনে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল তারা। শুক্রবারের সাতসকালে স্থানীয় মানুষজনেরা সে দৃশ্য দেখে হতবাক। এই দুই নাবালিকার মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে, অপর জনের এখনও নাম পরিচয় জানা যায়নি। এক নাবালিকার নাম সুমি মুর্মু, বাড়ি রামগড় এলাকায়। অপর জনের পরিচয় মেলেনি। চন্দ্রকোণা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও স্থানীয়দের প্রাথমিক অনুমান দুই নাবালিকাকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছে। সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলতে নারাজ পুলিশ(Police)। তবে পুলিশ জানাচ্ছে দ্রুত এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে, তদন্ত শুরু হয়েছে।